নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর গ্রামের বোন জামাইয়ের বাড়িতে গিয়েও মেলা দেখা হলনা ১০ বছরের শিশু প্রনয় পালের। মেলায় রওয়ানা দিয়ে পথিমধ্যে একটি পিকআপভ্যান চাপায় তার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের কানাইপুর গ্রামের কাছে শিরিষগাছ তলায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত প্রনয় পাল নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের মন্টন পালের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর মাঠে ঐতিহ্যবাহী বারুনী মেলা দেখতে শিশু প্রনয় পাল আগের দিনই বোন জামাই শিশু পালের বাড়ীতে গিয়েছিল। গতকাল সকালের দিকে আরো কয়েকজন শিশুর সাথে মেলার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় নবীগঞ্জ-বানিয়াচং সড়কের শিরিষগাছ তলায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক সিলেট এম এজি ওসমারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এদিকে দুর্ঘটনার পর পিকআপভ্যান পালানো চেষ্টা করলে জনতা গাড়ী আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্র দাশ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।