এক্সপ্রেস ডেস্ক ॥ নিদাহাস ট্রফি থেকে শুক্রবার কোন দল বিদায় নেবে, স্বাগতিক শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ। শ্রীলঙ্কার সত্তুরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সে দেশে ত্রিদেশীয় এই টুর্নামেন্টের আয়োজন। ভারত ফাইনাল নিশ্চিত করেছে আগেই। তাদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে।
চলতি টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে তো রেকর্ড গড়ে জিতেছে লাল-সবুজের দলটি। আজ কী পারবে, লঙ্কানদের স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবের টুর্নামেন্ট থেকে স্বাগতিকদের ছিটকে ফেলে ফাইনালে যেতে। এই প্রশ্নটাই যেনো ঘুরপাক খাচ্ছে দেশের সর্বত্র। তবে লঙ্কানদের এবারও ছাড় দিতে নারাজ টাইগার দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বললেন, মাঠ, দর্শক আর আবহাওয়া সবই শ্রীলঙ্কার অনুকুলে। এই বৈরি পরিবেশে সেরাটা দিয়েই আবারও জয়ের মুখ দেখতে চাই। অধিনায়ক এও বললেন, সাকিব যদি মাঠে নামেন সেটা হবে আমাদের বাড়তি শক্তি আর বাড়তি প্রেরণা।
ওদিকে লঙ্কান অধিনায়ক থিসেরা পেরেরা বললেন, বুঝে ওঠা মুশকিল। যারা টানা হারের ভেতর থাকে, তারা কখন যে গর্জে উঠে। বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করেও জিততে পারিনি। অথচ ওই দলের বিরুদ্ধে সে দেশের মাটিতেই আমরা টেস্ট, ওয়ানডে আর টি-২০ সিরিজ জিতেছিলাম। নিদাহাস ট্রফিও আমাদের হাতছাড়া হবে না। বাংলাদেশকে হারিয়ে আমরাই হবো ফাইনালে ভারতের প্রতিপক্ষ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই আসরে বাংলাদেশ ভারতের কাছে দুই ম্যাচই হেরেছে। অথচ এই টুর্নামেন্ট জমিয়ে দিয়েছে বাংলাদেশই। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর তারা শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল। তখনই বলা যাচ্ছিল না কোন কোন দল খেলবে ফাইনালে। টুর্নামেন্টের অন্তিম লগ্নে এসে হিসাব বদলে দিয়েছে ভারত। গত বুধবার তারা বাংলাদেশকে হারিয়ে দেওয়ায় আজকের ম্যাচে বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।