স্টাফ রিপোর্টার ॥ বাহুবল থেকে রাবারের কষ নিয়ে ব্রাহ্মনবাড়িয়া ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার সময় বহনকারী ট্রাক আটক করেছে ভ্যাট ও কাস্টম কর্তৃপক্ষ। গতকাল বিকেল সাড়ে টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকা থেকে ট্রাকটি আটক করে হবিগঞ্জ কাস্টম এন্ড এক্সসাইজ অফিসে নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-বাহুবলের বৃন্দাবন রাবার বাগান থেকে একটি ট্রাক রাবারের কষ নিয়ে বি-বাড়িয়ায় ফ্যাক্টরীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় পৌছুলে কাস্টম ও ভ্যাট কর্তৃপক্ষ আটক করে অফিসে নিয়ে আসে। বাগান কর্তৃপক্ষ যথাযথ ভ্যাট আদায় করছে কিনা তা দেখার জন্যই ট্রাকটি আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।