স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছে। তার নাম তারেক মিয়া (১৪)। তিনি কালিকাপুর গ্রামের বাছির মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরের দিকে বিদ্যুতস্পৃষ্টে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মিয়া বাড়ির পাশের পুকুর থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এক পর্যায়ে বিদ্যুত পাম্পে ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পে স্পর্শ করলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। সাথে সাথে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।