মাধবপুর প্রতিনিধি ॥ ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সমবায় সমিতির মালিকানাধীন গাছ কেটে নিয়ে গেছেন সভাপতি। গত রোববার বিকেলে মাধবপুর উপজেলার চৌমুহনী সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল আলিম মীর বাদল রাবার ড্যামের সংরক্ষিত এলাকায় রোপনকৃত ৫টি আকাশমনি ও ক্রস জাতীয় গাছ প্রভাব খাটিয়ে কেটে নিয়ে যান। গাছ কাটার খবর সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজির উল্লাহ সিদ্দিকী জানান-উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এলজিইডি’র লোকজন কতগুলো গাছের টুকরা জব্দ করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে আব্দুল আলিম মীরের মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। গাছ কাটার বিষয়টি নিয়ে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতির লোকজনসহ এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।