স্টাফ রিপোর্টার ॥ প্রাইভেট কারযোগে গাঁজা পাচারকালে বাহুবলে কারসহ পাচারকারীকে আটক করেছে র্যাব। আটক পাচারকারীর নাম সিজিল আহম্মেদ (২৫)। তিনি সিলেটের ওসমানীনগর থানার মৃত গিয়াস মিয়ার ছেলে। ওই কার থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ ১৫ কেজি। এছাড়া একটি মোবাইল ফোন ও ২টি সিমকার্ডও উদ্ধার করা হয়।
গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বাহুবল থানার মিরপুর বিশ্বরোড পয়েন্টের মুসকিল আছান (রাহঃ) রেস্টুরেন্ট এর সামনে থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি প্রাইভেট কারযোগে গাঁজা পাচারের সংবাদ পেয়ে র্যাব-৯-শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে মিরপুর বিশ্বরোড পয়েন্ট মুসকিল আছান (রহঃ) রেস্টুরেন্ট এর সামনে থেকে ১৫ কেজি গাঁজা, ০১টি প্রাইভেটকার, ০১টি মোবাইল ফোন ও ০২টি সিমকার্ডসহ একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।