নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ধর্ম অবমাননার দায়ে আনিস আলমগীরকে গ্রেপ্তার, ড.জাফর ইকবালকে হত্যার প্রচেষ্টানকারী ও চাকমারানীকে লাঞ্ছনাকারীর বিচার, উপাশনালয়ে চলমান হামলা বন্ধ, ঢাকেশ্বরী মন্দিরের ১৪ বিঘা জমি ফেরতদান এবং প্রানের দাবী ৭ দফা ও নির্বাচনী ৫ দফা দাবী আদায়ের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টচার্য্য, সুখেন্দু পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, মৃনাল কান্দি রায় মিনু, উপজেলা রামকৃষ্ণ সংঘের সাবেক সভাপতি অশোক তরু দাস,গয়াহরি আখড়া কমিটির সভাপতি গোপেশ চন্দ্র দাশ, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক পবিত্র বনিক, দপ্তর সম্পাদক ডাঃ অমলেন্দু সুত্রধর, সমাজসেবা সম্পাদক পিন্টু রায়, গণসংযোগ সম্পাদক সলিল বরন দাশ, বাউসা ইউনিয়ন সভাপতি রাখাল চন্দ্র দাশ, আইন সম্পাদক নিরুপম দেব, সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র দাশ, প্রনয় কুমার পাল, রাজিব কুমার রায়, রতিশ দাশ, দীগলবাক ইউনিয়ন সহ-সভাপতি মঙ্গল দেব, বকুল কুমার ধর, নয়নমনি সরকার, কিতন সুত্রধর, ঝরন সুত্রধর, মনজু দেবনাথ, রতন মহালদার, মান্না বাগচী, আরাধর দেব প্রমূখ।
বক্তারা বলেন, ধর্ম অবমাননার দায়ে আনিস আলমগীরকে গ্রেপ্তার, ড. জাফর ইকবালকে হত্যার প্রচেষ্টানকারী ও চাকমারানীকে লাঞ্ছনাকারীর বিচার, উপাশনালয়ে চলমান হামলা বন্ধ, ঢাকেশ্বরী মন্দিরের ১৪ বিঘা জমি ফেরতদান এবং প্রানের দাবী ৭ দফা ও নির্বাচনী ৫ দফা দাবী আদায়ের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।