রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

অধ্যাপক ডঃ মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে লন্ডনে সভা

  • আপডেট টাইম শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৫২ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় লেখক অধ্যাপক ডঃ মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ইউকের এক সভা গতকাল মঙ্গলবার পূর্বলন্ডনের একটি হলে অনুষ্টিত হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু’র সাবেক ভিপি কামরুল আহমেদ কাবেরীর সভাপতিত্বে ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ নুরুজ্জামান, বেলাল হোসেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমান, বিলাদুর রহমান কাশেম, সৈয়দ আরিফুজ্জামান, মোহাম্মাদ আব্দুল মতিন, রোমান বখত চৌধুরী, কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে পিএইচডি অধ্যয়নরত জহিরুল হক শাকিল, কামরুল হোসেন, প্রকৌশলী সাজু আহমেদ, আখলাকুর রহমান, জাকির চৌধুরী ফাহিম, সঞ্জিত দাশ, রবিউল আলম রবি, এম এ গনি, আসিফ ইসলাম, রাসেল মাহবুব প্রমূখ। সভায় বক্তারা সায়েন্স ফিকশন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। দল মত নির্বিশেষে সবাই মনে করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ ভুমিকা পালন করতে হবে নিছিদ্র নিরাপত্তা দানে। বক্তারা ঘটনার সামনে ও পেছনে যারা জড়িত আছেন তাদের সবাইকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির কাজটি দ্রুত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল বলেন, ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর হামলা মানে পুরো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপর হামলা, দেশের মুক্তচিন্তার উপর হামলা, প্রগতিশীল আন্দোলনের উপর হামলা। ড. মুহম্মদ জাফর ইকবাল তার শ্রম মেধা ও মননে শাহজালাল বিশ্ববিদ্যালয়কে শুধু দেশে বিদেশে সুপরিচিত করেননি; তিনি বাংলাদেশে শিক্ষাব্যবস্থার এক আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান, গ্রেডিং পদ্ধতিতে মুল্যায়ন, সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়নসহ বাংলাদেশে বিজ্ঞান ও গনিত শিক্ষাকে জনপ্রিয় করে তোলার অগ্রপতিক হলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। দেশের এমন একজন সূর্যসন্তানের উপর হামলা কোনভাবে মেন নেয়া যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com