স্টাফ রিপোর্টার ॥ পচা-বাসী ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে হাইওয়ে ইন ও পানসি রেস্টুরেন্ট ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে হাইওয়ে ইন লিঃ ও নিউ পানসি রেস্টুরেন্টে অপরিষ্কার ও স্বাস্থ্যহানিকর পন্থায় খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেলে অধিদফতরের হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল মাসুদ এ অর্থদণ্ড দেন।
তিনি বলেন, পচা-বাসী, মেয়াদ উর্ত্তীন্ন এবং নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে মহাসড়কের দুই রেস্টুরেন্টকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির ওপর প্রচারণাও করা হয় এ অভিযানে উল্লেখ করেন আমিরুল মাসুদ।