স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব এবং ক্রীড়াবান্ধব সরকার। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা ও খেলাধুলার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার ব্যাপারে আগ্রহী। তিনি আরো বলেন, সফল প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরতœ শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে সবসময় আন্তরিক। পুরুষের পাশাপাশি নারীদের খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার নানা ধরণের উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হবিগঞ্জ শহরতলীর আইডিয়াল হাইস্কুল ভাদৈ-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, ছোট বেলা থেকেই আমি নিজেও খেলাধূলার সাথে জড়িত ছিলাম। তাই খেলাধূলার সুফল সম্পর্কে আমার ধারণা রয়েছে। তিনি আরো বলেন, হবিগঞ্জের শিক্ষার্থী ও যুব সমাজ যাতে বড় পরিসরে খেলাধুলায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য আমি হবিগঞ্জে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছি। এছাড়াও হবিগঞ্জ-লাখাইয়ের বিভিন্ন অঞ্চলের ক্রীড়াঙ্গনে আমি কাজ করেছি।
এ সময় এডভোকেট মোঃ আবু জাহির এমপির মাধ্যমে আইডিয়াল হাইস্কুল ভাদৈ এ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়। পরে এডভোকেট মোঃ আবু জাহির এমপি এই প্রতিষ্ঠানটিতে সবধরণের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তরিত করা হবে বলেও জানান তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান আলহাজ¦ এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম আনছারী, রোজ বাংলাদেশের চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরীদ্র চন্দ্র দাশ ও পারভীন আক্তার।
বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালক, বালিকা, বড়, ছোট ও মধ্যম ৩০টি ইভেন্টে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মাঝে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৯০ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য এডডোকেট মোঃ আবু জাহিরসহ অতিথিবৃন্দ। পরে শিক্ষক ফরীন্দ্র চন্দ্র দাশ তার স্বরচিত একটি উন্নয়নমূলক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন জাহান সীমা ও গীতা পাঠ করেন বন্যা আচার্য্য। এর আগে সংসদ সদস্য ফিতা কেটে বিদ্যালয়ের একটি কালভার্টের উদ্বোধন করেন।