মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য হাফেজ ছিদ্দিক আহমদ আর নেই। গত বুধবার ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ পুত্র ১ কন্যা, স্ত্রী, অসংখ্য আত্মীয়স্বজন ও বিপুল সংখ্যক গুনগাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ গত বৃহস্পতিবার দুপুর ২টায় বানিয়াচংয়ের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ, বানিয়াচংয়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। জানাযার নামাজ পরিচালনা করেন মরহুমের ভাই সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাফেজ সিদ্দিক আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন , হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সেক্রোরী শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সদস্য মনির হোসেন থান, রৌশনারা ভুইয়া লাকী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।