বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়েছে আশ-পাশের অন্যান্য ঘরগুলো। বুধবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে বানিয়াচং উপজেলা সদরের পাঠানটুলা এলাকার সৌদি প্রবাসী মহিবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, রাতে ঘুমন্ত অবস্থায় তারা আগুনের ধোয়া দেখতে পান। মূহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তখন চিৎকার দিলে ঘরের লোকদের ঘুম ভেঙ্গে যায়। এতে শিশুদের নিয়ে কোনমতে আত্মরক্ষা করেন মহিলারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ারম্যান রাকিব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় ফায়াস সার্ভিস কর্মীরা ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হন।
গতকাল বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেছেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান ও ৪ নং ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া।