প্রেস বিজ্ঞপ্তি ॥ সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছ গ্র্যাম-শহরে কর্ম জীবন ধারা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে আইডিয়া জীবিকা প্রকল্প বিবিয়ানার উদ্যোগে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৮ মার্চ সকাল ১১টায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। উক্ত দিবসে দিন ব্যাপী কার্যক্রমের মধ্যে মানববন্ধন, র্যালী কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদ বিন হাসান বলেন, নারী উন্নয়নে বাংলাদেশে বেগম রোকেয়ার অবদান অপরিসীম। সমাজকে, দেশকে উন্নয়নের গতিধারায় নিয়ে যেতে নারী পুরুষকে এক সাথে কাজ করার বিকল্প নেই এবং নারীদের কাজের পরিবেশ সৃষ্টি করতে পুরুষদের এগিয়ে আসতে হবে। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার, ইমাম হাসান এসিসটেন্ট ম্যানাজার কমিউনিটি এ্যাংগেজমেন্ট বিবিয়ানা গ্যাস ফিল্ড, মুরাদ আহমদ সিনিয়র কো অর্ডিনেটর বিবিয়ানা গ্যাস ফিল্ড, আবুল কালাম আজাদ উপজেলা ব্যবস্থাপক জীবিকা প্রকল্প, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, নারী উন্নয়ন সমিতি এবং জীবিকা প্রকল্পের সার্বিক গ্রাম উন্নন সমিতির নারী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী সময়ে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার ষ্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, ব্র্যাক শেভরন যৌথ উদ্যোগে বাস্তবায়ন সহযোগি আইডিয়ার সহায়তায় অক্টোবর ২০১৫ সাল হতে বৃহত্তর সিলেট অঞ্চলে ১১২টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ২০০০০ দরিদ্র জনগোষ্টির জীবন মান উন্নয়নের লক্ষ্যে জীবিকা প্রকল্পের কাযর্ক্রম পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীবিকা প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে নারীর উন্নয়ন, অংশগ্রহন ও ক্ষমতায়ন।