মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নকল ডিটারজেন্ট পাউডার কারখানা আবিষ্কার করেছে উপজেলা প্রশাসন। এ কারখানার সন্ধান পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২শ’ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার উদ্ধার করা হয়। এ সময় কারখানাটি সিলগালা করে এর সাথে জড়িত আরব আলী নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটক আরব আলীর বাড়ি পূর্ব মাধবপুর গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরব আলী দীর্ঘদিন ধরে তার বাড়িতে নকল ডিটারজেন্ট পাউডার তৈরী করে সরবরাহ করে আসছেন। এ খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ব মাধবপুর গ্রামের আরব আলী বাড়ীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান।
অভিযানে আরব আলী (৪৫)কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বিমান চন্দ্র কর্মকার, স্যানিটারী ইন্সপেক্টর, মাধবপুর পৌর কাউন্সিলর রফু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান জানান নকল পণ্য তৈরীর খবরে আরব আলী মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারখানাটি সিলগালা করে উদ্ধার করা ২শ বস্তা ডিটারজেন্ট পাউডার পৌর কাউন্সিলর রফু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।