স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর লামা পইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে ভাই ও তার স্বজনদের হামলায় বোন ও তার স্বামীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বোন রাহেলা আক্তার হেনা (৫৫), স্বামী মোঃ রায়হান (৫৭), মেয়ে ফারহানা আক্তার ডালিয়া (২২), পুত্র ফাহান আহমেদ তুষার (১৭) ও ফারদিন আহমেদ তৃষান (১৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা রায়াহানের ঘর থেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
আহত সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে মোঃ রায়হান মিয়া তার জায়গায় মাঠি ভরাট করতে যায়। এ সময় রায়হানের স্ত্রী হেনা আক্তারের ভাই আব্দুস সালাম মিন্টু তাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। আর এতে করে উত্তেজিত হয়ে উঠে মিন্টু। পরে সে তার শশুর বাড়ির পার্শ্ববর্তী নাজিরপুর গ্রামের স্বপন মিয়া, ঝড়না আক্তার, জসিম মিয়া, বাবুল মিয়া ও ফরিদ মিয়াকে এনে রায়হান মিয়া ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে প্রতিপক্ষের লোকজনের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে রায়হান ও তার পরিবারের লোকজন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত রায়হান মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারধোর করে এবং ঘরে থাকা ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।