স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মুর্শেদা আক্তারকে প্রকাশ্যে প্রহারের ঘটনায় মামলা রুজু হয়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা আব্দুল কাদির হয়ে বাদি হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
প্রসঙ্গ সকালে স্কুলে যাবার পথে ঝিটকা গ্রামের রমজান আলীর পুত্র বখাটে হাফিজুর রহমান (১৮) তার পথরোধ করে তাকে লাঞ্ছিত করে। বিষয়টি ওই ছাত্রী প্রধান শিক্ষককে জানালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাৎক্ষনিক ওই ছাত্রীকে নিয়ে সদর থানায় ছুটে আসে এবং হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হলে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জিয়া উদ্দিনের নেতৃত্বে পুলিশ বখাটে হাফিজকে ধরতে অভিযানে নামেন।
সূত্র জানায়, কয়েক মাস ধরে একই গ্রামের আব্দুল কাদিরের কন্যা মুর্শেদাকে প্রায়ই প্রেম নিবেদনের নামে উত্যক্ত করতো হাফিজুর রহমান। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবককে জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে।