স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাটে স্ত্রী-সন্তান রেখে পরকীয়া প্রেমিকাকে নিয়ে পালিয়েছে স্বামী। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই গ্রামের আজমান মিয়ার কন্যা মেহেরুন্নেসা বাদি হয়ে এ ডায়েরী করেন। জিডি সূত্রে জানা যায়, একই গ্রামের রাশেদ আলীর কন্যা ইমারুন্নেসা (১৩) এর সাথে রঙ্গিলা মিয়ার পুত্র তার স্বামী বারিক মিয়া (৩০) প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি আচঁ করতে পেরে মেহেরুন্নেসা বাঁধা প্রদান করে। এক পর্যায়ে বারিক ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ১৫ দিন আগে বারিক ও ইমারুন্নেসা পালিয়ে যায়। বারিকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।