রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে ১৯ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জীবন সংকেত

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও নাট্য প্রদর্শনী করেছে নাট্যদল জীবন সংকেত। গত রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে স্বাধীনতার আদর্শে ও অনুপ্রেরণার তাগিদ থেকেই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জীবন সংকেত। সংবর্ধনায় জীবন সংকেত সদস্যদের পরিবারের ১৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এসময় তাঁদের সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান এবং যুদ্ধে যাবার প্রোপট ও যুদ্ধজীবন পাঠ করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম.এ রব (বীর উত্তম), আশরাফ বাবুল চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, আশুতোষ মোদক, জ্যোতি রঞ্জন সিন্হা স্বপন, মোঃ জসীম উদ্দিন, সুধা রঞ্জন দাস, সৈয়দ নজির উদ্দিন আহম্মেদ, সৈয়দ নাজিম উদ্দিন আহম্মেদ (মরণোত্তর), শহীদ বুদ্ধিজীবি ডাঃ আব্দুল আলীম চৌধুরী (মরণোত্তর), সামসুদ্দিন আহম্মেদ (মরণোত্তর), সুভাষ চন্দ্র মোদক (মরণোত্তর), শেখ আব্দুল মোসাব্বির (মরণোত্তর), রেজাউল হাই চৌধুরী (মরণোত্তর), শহীদ খাঁজা নিজাম উদ্দিন ভূইয়া (মরণোত্তর), হাজী সিরাজ উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, বকুল কান্তি দাশ, মীর মঞ্জব আলী (মরণোত্তর)।
জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, মুক্তিযোদ্ধারা এ জাতির সূর্যসন্তান। আমাদের সূর্যসন্তানদের সংবর্ধনার মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। কারণ, স্বাধীনতা বিরোধীরা এখনো মানচিত্র খাবলে ধরতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়িত করতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তিনি এরকম মহতি উদ্যোগের জন্য জীবন সংকেত এর ভূয়সী প্রশংসা করেন এবং ধারাবাহিকতা বজায় রাখতেও তাগিদ দেন।
নাট্যকর্মী রুমা মোদক ও নাহিদা খান সুর্মির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল মোঃ আকতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ এর জেলা সহকারি কমান্ডার শেখ মুহাম্মদ হায়দার আলী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, কবি তাহমিনা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, জীবন সংকেতের সাবেক সভাপতি অধ্যাপক ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জীবন সংকেত এর প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট রাজনীতিক অনুপ কুমার দেব মনা। দু:সাহসিক গেরিলা যোদ্ধা জগৎজ্যোতি দাস ও তাঁর দাসপার্টির যুদ্ধগাথা নিয়ে নির্মিত নাটক জ্যোতিসংহিতা প্রদর্শনী হয়। রুমা মোদক রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com