স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালিগাছতলা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীরা হল শ্মশানঘাট এলাকার প্রমোদ হরিধনের পুত্র পরিতোষ (৪০) ও আনোয়ারপুরের মৃত রহমত আলীর পুত্র আছকির মিয়া (২৫)। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। পরিতোষ জানায়, সে গরুর বাজার এলাকার একটি পাট্টা থেকে মদ এনে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এর আগেও সে পুলিশের হাতে একাধিকবার আটক হয়।