রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শায়েস্তাগঞ্জে ইসলামী একাডেমীর উদ্যোগে শিক্ষা মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৫০২ বা পড়া হয়েছে

শয়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হব।’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষা মেলা উদ্বোধন হয়েছে।
গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের আয়োজনে দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি মাওঃ খুরশীদ আলমের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান মাওঃ আব্দুস শহীদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সহকারি শিক্ষক মোহাম্মদ শফিক মিয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক। পরে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এদিকে শিক্ষা মেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসের আমেজ সৃষ্টি হয়েছে। শত শত দর্শনার্থী উপস্থিত হন মেলা প্রাঙ্গণে।
মেলা পরিদর্শন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, করাঙ্গীনিউজ এর বার্তা সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক আব্দুল হক রেনু, মামুন চৌধুরী, সাখাওয়াত হোসেন টিটু, জমির আলী প্রমুখ।
বিদ্যালয় সূত্র জানায়, এর আগে দুই দিন ব্যাপী শিক্ষা মেলা হয়েছে। জায়গা সংকুলানের কারণে গত দুই বছর যাবত একদিনের মেলার আয়োজন করা হয়। এবারও এর ব্যতিক্রম নয়। মেলায় বিভিন্ন ক্যাটাগরির অর্ধশত স্টল বসানো হয়েছে। এতে ৭ হাজার ৩শ বিষয় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com