সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

নবীগঞ্জে উদ্ধার করা সেই কিশোরীর লাশের পরিচয় মেলেনি একসপ্তাহেও

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৪৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে টিভি কার্টুনের ভেতর থেকে উদ্ধার করা সেই কিশোরীর লাশের পরিচয় মেলেনি এক সপ্তাহেও। তবে পুলিশ বলছে পরিচয় সনাক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ২৫ফেব্র“য়ারি রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামকস্থানে ২১ইঞ্চি টিভির কার্টুন পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এটি খোলার পর এর ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় কিশোরীর লাশ এবং দুইটি বালিশ দেখতে পান তারা। পরে খবর দেয়া হলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মরদেহের পরিচয় না পাওয়ায় লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, কিশোরীর মৃতদেহের পরিচয় সনাক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রত্যেকটি থানায় ছবি পাঠানো হয়েছে। আশা করি দ্রুত পরিচয় পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com