সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

মাধবপুরে বেপরোয়া বাস প্রাণ নিল মোটরসাইকেল আরোহীর

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বেপরোয়া গতির বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। নিহত আরোহীর নাম সাইফুল ইসলাম (১৯)। তিনি উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদিশপুর তেমুনিয়ার মুক্তিযোদ্ধা চত্বরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন স্থানে পৌঁছুলে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৮৪৪) মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল ইসলাম।
এ সময় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটি আটক করে ব্যাপক ভাংচুর করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com