স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনীষ চাকমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস্)। গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্যকসের কার্যালয়ে জেলা প্রশাসককে সংবর্ধনা দেয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। ব্যকস্ সভাপতি মোঃ শামছুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যকসের উপদেষ্ঠা আলহাজ্ব মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান তালুকদার, ক্রীড়া সম্পাদক জাবেদ সোবহান, এবিএম মাহফুজুর রহমান নোমান, মাজহারুল ইসলাম, সামছুল আলম সাজু, নাজমুল হুদা, হাফিজুর রহমান সুমন প্রমুখ। সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সততার সাথে ব্যবসায়ীদের ব্যবসা করতে হবে। খাদ্যদ্রব্যে যাতে ভেজাল মেশানো না হয় সেদিকে ব্যবসায়ীদের দৃষ্টি দিতে হবে। তিনি বলেন, সৎভাবে ব্যবসা করলে ব্যবসার মুনাফা অবশ্যই বৃদ্ধি পায়। বক্তারা বিদায়ী জেলা প্রশাসক মনীষ চাকমাকে একজন সাদা মনের মানুষ আখ্যায়িত করে বলেন, অতি অল্পদিনের ভেতর তিনি হবিগঞ্জ জেলাবাসীর মন জয় করতে পেরেছেন। পরে ব্যকসের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।