রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

চুনারুঘাটে ব্যবসায়ী আকল মিয়া খুন ॥ প্রতিবাদে উত্তাল চুনারুঘাট ॥ হাতুড়ি উদ্ধার ॥ সকাল ১০.৩০ জানাযা

  • আপডেট টাইম শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৭৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন ওরফে আকল মিয়া (৬৮)কে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাবার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চুনারুঘাট। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে শহরে পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন করা হয়েছে। কি কারণে এবং কে বা কারা খুনের সাথে জড়িত থাকতে পারে এ ব্যাপারে পুলিশ নিশ্চিত

করে কিছু বলতে পারেনি। তবে পুলিশ ঘটনাস্থলেরপাশ থেকে একটি হাতুরি, হাত মোজা এবং একটি ব্রিফকেইজ উদ্ধার করা হয়েছে। নিহত আকল মিয়া চন্দনা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘবছর ধরে পৌর শহরের বাল্লা রোডের বাসায় বসবাস করে আসছেন। গতকাল সন্ধ্যায় আকল মিয়ার মৃতদেহ বাসায় নিয়ে আসা হলে শত শত মানুষ ছুটে আসে এক নজর দেখার জন্য। এ সময় পড়ে কান্নার রোল। নেজে আসে শোকের ছায়া। সবার প্রশ্ন কে এবং কারা তাকে হত্যা করেছে ?
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে আকল মিয়া ফজর নামাজ পড়ার জন্য বাসা থেকে আল মদিনা মসজিদে ফজরের নামাজ আদায় করতে রওয়ানা দেন। মুসল্লিরা অপেক্ষার পরও

Exif_JPEG_420

আকল মিয়া মসজিদে না যাওয়া তারা ফজরের নামাজ আদায় করেন। এরই মধ্যে এক ব্যক্তি রাস্তায় একটি মোবাইল পেয়ে ইমাম সাহেবের নিকট জমা দেন। ওই মোবাইলটি ছিল আকল মিয়ার। মোবাইলের পাশে একটি টুপিও পড়ে ছিল। একদিকে ফজরের আদায় করছেন অপর দিকে পাড়ার দু’মহিলা রক্তাক্ত অবস্থায় আকল মিয়াকে গলির রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার মুরু করেন। সাথে সাথে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে এসে আকল মিয়াকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান। পড়ে থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৮টায় তিনি মারা যায়।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কামারপট্রি এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে ছিল। তিনি কোন রাস্তা দিয়ে মসজিদে আসা-যাওয়া করতেন তা-ও তারা আগে থেকেই জানত। স্থানীয়দের ধারণা তিনি মসজিদ পর্যন্ত পৌছুতে পারেননি। কামারপট্রি এলাকায় পৌছুলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় এবং চুনারুঘাট সদর স্কুলের পাশের রাস্তায় টেনে এনে উপর্যুপরি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাতে শরীর ক্ষত-বিক্ষত হয়। তার মুখে অসংখ্য হাতুরির আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘাড়ে মারাত্বক জখম রয়েছে। মৃত ভেবে দুবর্ৃৃত্তরা পালিয়ে যায়।
আকল মিয়ার মৃত্যু সংবাদ চুনারুঘাট পৌছামাত্র মানুষ ক্ষোভে রাস্তায় নেমে পড়ে। সুন্নী জামাতের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও মধ্য বাজারে পথ সভা করছে। শহরেরর ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে প্রতিবাদ মিছিলে অংশ নেয়। এর পরই চুনারুঘাট বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা, চুনারুঘাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতি শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। এক পর্র্যায়ে তারা শহরের মধ্যবাজারে অবস্থান নেয়। এসময় শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, আব্দুল লতিব, মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ সোলাইমান খান রাব্বানী, মাওঃ শাহজালাল আহমদ আখঞ্জি, মাওঃ মুসলিম খান, মাওঃ মোসাহিদ আলী, আহলেসুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি মাওঃ আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, মাওঃ জোবায়ের আহমেদ, মাওঃ রফিকুল ইসলাম জাফরী, শফিউল আলম জুয়েল, এস এম সুলতান খান, ব্যাকস সেক্রেটারি মাসুদুর রহমান মাসুদ, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল আলম রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সমিতির দলের নেতৃবৃন্দ।
এদিকে ঘটনার খবর পেয়ে সকালেই চুনারুঘাটমাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান। এর পরপরই ছুটে আসেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, র‌্যাব-৯ এবং হবিগঞ্জের পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশ এর একটি প্রতিনিধি দল। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার খুটি নাটি তথ্য সংগ্রহ করেন।
আকল মিয়া হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে শহরের সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। মানুষের মুখে একটাই আলোচনা কেন এমন ঘটনা ঘটলো। এ নিয়ে চুলছেড়া বিশ্লেষন করা হচ্ছে। এ হত্যা কান্ডের পেচনে কোন গোষ্ঠীগত সংশ্লিষ্টতা আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
হাজী আবুল হোসেন আকল মিয়া হত্যাকারীদের খুজে বের করে দ্রুত বিচারের দাবীতে আহলে সুন্নাতওয়াল জামায়াত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আজ শুক্রবার জানাযা ও দাফন শেষে পরবর্তী কর্মসূচী ঘোষনা করবেন বলে সুত্র জানায়। আকল মিয়া ১৫/১৬ বছর চুনারুঘাট বাজার কমিটির সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে তিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হন। সভাপতি হলেও তিনি বাজার সেক্রেটারি নামেই পরিচিত ছিলেন। একজন ন্যয়বিচারক এবং সুন্নী জামাতের উপজেলা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র জানায়, ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আকল মিয়ার হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে।
শোক প্রকাশ ঃ আবুল হোসেন আকল মিয়ার আত্মার মাগফেরাত কামনা ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আন্তÍর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, পৌর মেয়র নাজিম উদ্দিন, ইসলামী ফ্রন্টর কেন্দ্রীয় নেতা মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সেক্রেটারি অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, জাপা, জামায়াতসহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com