স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে গতকাল ভোর পৌনে ৪ টায় দরগা গেইট সংলগ্ন বাসের চাপায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী।
জানা যায়, উল্লেখিত সময়ে ঢাকা মেট্রো -ব-১৪-৯৭৭৩ এর হানিফ পরিবহনের একটি বাস দুই মোটর সাইকেল আরোহীকে চাপায় দেয়।
এতে গুরুতর আহতন হন বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মমিন মিয়ার পুত্র মস্তুফা (২০) ও একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র সাইদ মিয়া (২৫)। আহতদের উদ্ধার করে ঢাকা নেয়ার পথে মস্তুফা মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় মারা যান।