প্রেস বিজ্ঞপ্তি ॥ আমরা সবাই তাজুল হব, তাজুল হত্যার বদলা নেব। এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাবেক নেতা এড. মুরলী ধর দাশ, সিপিবি নেতা আজমান আহমেদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এড. রনধীর দাশ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোঃ ফরদাদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ শহীদ তাজুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ তাজুল জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠা করা সহ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রাম সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন অকুতোভয় সৈনিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষায় লেখাপড়া করেও আদমজী জুটমিলে বদলী শ্রমিকের চাকরী নিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নিজের জীবন দিয়ে হলেও স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাই আমাদের উপর দায়িত্ব কমরেড তাজুলের স্বপ্ন বাস্তবায়ন করা। এজন্য স্বৈরাচার ও রাজাকার এবং তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সমাজতন্ত্র।
উল্লেখ্য ১৯৮৪ সালের ১লা মার্চ স্বৈরাচার এরশাদ সরকারের আমলে আদমজী জুটমিলে শ্রমিক ধর্মঘটের পক্ষে মিছিল চলাকালে সরকারের পেটোয়া বাহিনী হামলা করে কমরেড তাজুলকে হত্যা করে।