অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানে দায়ের কুপে শ্বশুরকে খুনের ঘটনায় জামাতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটেছে। বুধবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে কাশি মুন্ডাকে আটক করে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা রেমা চা বাগানের চানমারি এলাকার চা শ্রমিক কাশী মুন্ডা (৩৫) তার বৃদ্ধ শ্বশুর ভরত মুন্ডার (৬৫) সাথে স্ত্রীকে নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে জামাতা ও শ্বশুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাতা কাশী মুন্ডা ক্ষিপ্ত হয়ে শ্বশুর ভরত মুন্ডাকে দা দিয়ে এলোপাতারি কুপাতে থাকে। এতে ভরত মুন্ডার হাত ও মাথা কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে ভরত মুন্ডা মারা যায়। খবর পেয়ে বুধবার (২৮ ফেব্র“য়ারী) সকাল ১১টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ (চুনারুঘাট-মাধবপুর সার্কেল) ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।