স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টারকে প্রথমরেখ-বাসিয়াপাড়া-রায়েরপাড়া-দক্ষিণ যাত্রাপাশা মহল্লার সভায় দলমত নির্বিশেষে সমর্থন দেয়া হয়েছে। গত সোমবার দিবাগত রাতে বাসিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গনে এই ৪ মহল্লাবাসীর এক সভা সাবেক ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টার, ১নং ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, প্রথমরেখ-বাসিয়াপাড়া-রায়েরপাড়া-দক্ষিণ যাত্রাপাশা এলাকার মুরুব্বীদের মধ্যে ইদ্রিছ খাঁ, আইয়ুব খাঁ, জাকির হোসেন, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, হাবির উল্লা, আঃ সহিদ, রুমন মিয়া, সাহাব উদ্দিন, লেচু মিয়া, সিজিল মিয়া, মুজাহিদ মিয়া, আঃ রহমান উল্লা, বশির খাঁ, নানু খাঁ, রহমত উল্লা, তাহের মিয়া, জাহের মিয়া প্রমূখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরান বাগ ছান্দের সহকারী সর্দার আবুল হোসেন, জনাব আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, ইউ.পি মেম্বার আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমূখ।