স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী জেলা প্রশাসক মনীষ চাকমাকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে তাঁর সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, সাবেক পৌর চেয়ারম্যান প্রেসক্লাবের সিনিয়র সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও সাবেক সভাপতি শামীম আহছান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী ও সহ-সভাপতি ইসমাইল হোসেন। সংবর্ধিত ব্যক্তিত্ব বিদায়ী জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, অপরের কল্যাণে নিজের কল্যাণ নিহিত। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ হিসেবে জীবন গড়ে তুলেছি। সকল সময়ই মানুষের জন্য কাজ করতে অনুপ্রেরণা লাভ করেছি। তিনি আরো বলেন, হাওর-বাওর, চা ও বনশিল্পে সমৃদ্ধ হবিগঞ্জ জেলার প্রচুর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রতœা নদীর তীরে ফিশ ল্যান্ডিং স্টেশন গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। যা অচিরেই বাস্তবায়ন হতে পারে। এ ছাড়া হবিগঞ্জে স্কাউট ভবনের জন্য ১৫ শতক ভূমি বন্দোবস্ত দেয়া হয়েছে। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য ৮৫ লাখ টাকাও বরাদ্দ হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জে স্বল্প সময়ের ভেতর ২৭টি ইউনিয়ন পরিষদে সভা করেছি। তৃণমূল মানুষের সুখ দুঃখের কথা জেনে তাদের সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছি। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় হবিগঞ্জ এখন উন্নত জেলা হিসেবে স্থান করে নিয়েছে। অন্যান্য স্থানের ন্যায় হবিগঞ্জের চা বাগানের একটি বিশেষত্ব রয়েছে। হবিগঞ্জের চায়ের স্বাদ যে কোন চায়ের তুলনায় উত্তম। হবিগঞ্জে একটি আর্কষনীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। বিদায়ী জেলা প্রশাসকের মানবিকতা ও দুরদর্শী চিন্তা চেতনার প্রশংসা করে বক্তারা বলেন, মনীষ চাকমা ছিলেন একজন সুযোগ্য জেলা প্রশাসক। বক্তারা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। পরে বিদায়ী জেলা প্রশাসককে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।