নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার একাউন্স অফিসার পদে ২ বছর ধরে কোন কর্মকর্তা না থাকায় বেতন ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকার উত্তোলন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা উত্তোলনে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সঠিক সময়ে প্রকল্প টাকা উত্তোলন করতে না পাড়ায় হতাশ ও ক্ষোভ রয়েছে জন প্রতিনিধিদের মাঝে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার একাউন্স অফিসার জয়নাল আবেদীন গত ২ বছর আগে মাধবপুর উপজেলায় বদলী হন। এরপর থেকে এই পদে আর কেউ যোগদান করেননি। ফলে জয়নাল আবেদীন মাধবপুর থেকে সপ্তাহে ২ দিন নবীগঞ্জ এসে অফিস করেন। যে কারনে নবীগঞ্জ উপজেলার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ সঠিক সময়ে বেতন উত্তোলন করতে পারছেননা। গতকাল স্থানীয় চেয়ারম্যানদের টি.আর কাবিখা প্রকল্পের ৪০/৫০টি প্রকল্প কাগজ প্রস্তুত হলেও একাউন্স অফিসার প্রায় অর্ধেক ফাইল স্বাক্ষর না করে বেলা ২টার দিকে অফিস ত্যাগ করেন। স্থানীয় করগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন ক্ষোভের সাথে জানান, তার কাগজে স্বাক্ষর হয়েছে কি-না সহকারী একাউন্স অফিসার মঈন উদ্দিনের কাছে জানতে চাইলে তার কাগজ আগামী সপ্তাহে পাবেন জানান। এ ভোগান্তি থেকে রক্ষা পেতে জনপ্রতিনিধরা গত মাসিক মিটিংএ এব্যাপারে আলোচনা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক বিন হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বিভাগীয় কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে বিষয়টি সমধানের চেষ্টা করবেন বলে জানান।