স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে পাওয়ার টিলারের ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আতাব মিয়া (৩৫), মুর্শেদ মিয়া (৩৭), ছাদু মিয়া (১৭), সুরুজ আলী (১৫), সুমন মিয়া (১০), রফিক মিয়া (৪০), রতন (৪৫), গাজী মিয়া (২৫), মালেক মিয়া (৪৫), ছাবর আলী (১২), সুয়েজা (২২), মুখলেছ (৩৫) ও পাপন মিয়া (৬৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে বামৈ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের আলান মিয়ার তার পাওয়ার টিলারের ভাড়া আনতে যান বেলু মিয়ার নিকট থেকে। এসময় বেলু মিয়া ভাড়া না দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উল্লেখিতরা আহত হয়।