মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম টেক্সটাইল ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, সায়হাম গ্র“প সৃষ্টিলগ্ন থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যখনই কোন প্রাকৃতিক দূযোর্গ দেখা দিয়েছে তখনই সায়হাম গ্র“প সহযোগিতার হাত নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে। এলাকার ভবিষ্যৎ প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সায়হাম পরিবার বহু শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলেছে। ১৯৮৭ সাল থেকে সায়হাম গ্র“পের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে আসছে। প্রায় ৪০ হাজার মানুষের চিকিৎসা দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি বুধবার সকালে সায়হাম গ্র“পের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার সার্বিক সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীজেন পালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ শাহজাহান ফকির, ডাঃ আব্দুল মান্নান, কাজী মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার চক্ষ হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মুশাহিদ আহম্মদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাওঃ আলী আহাম্মদ, মাওঃ আবুল কালাম, ফজলুর রহমান, সুমন চৌধুরী, শ্যামল দেব, মাওঃ জাহের উদ্দিন, মোস্তফা কামাল বাবুল প্রমূখ। চক্ষু শিবিরে প্রায় ১২শ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা এবং ২৬৭ জনকে অপারেশনের জন্য ভর্তি করা হয়।