প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটের জৈন্তাপুরে মাদ্রসা ছাত্র খুনের সাথে জড়িতদের ফাঁসি দাবি করছে কওমী মাদ্রাসা বোর্ড, হবিগঞ্জ।
প্রেরিত এক বার্তায় হবিগঞ্জের কওমী মাদ্রাসা বোর্ড এক বিবৃতিতে দাবি করছে, গত ২৬শে ফেব্র“য়ারী সিলেটের জৈন্তাপুর এলাকার আমবাড়ী গ্রামের এক ইসলামী সভায় জনৈক পীর পুজারী ও মাজার পুজারী ভন্ড বক্তা উসকানীমুলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেন। তাই হরিপুর মাদ্রাসার মোহাদ্দিস মুফতি আঃ সালাম সাহেব সভাপতি হিসাবে উসকানীমূলক বক্তব্য না দেওয়ার কথা বললে পীর পুজারী ও মাজার পুজারী ভন্ড শ্রোতারা তাদের পূর্বপরিকল্পিতভাবে ষ্টেইজের নিচে গোপন করে রাখা অস্ত্র বের করে সন্ত্রাসী হামলা চালিয়ে হরিপুর মাদ্রাসার ছাত্র মোজাম্মেল হক ও আব্দুল কাদিরকে নির্মমভাবে হত্যা করে এবং অনেক নিরীহ শ্রোতাকে গুরুতরভাবে আহত করে। এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে কওমী মাদ্রাসা বোর্ড, হবিগঞ্জ এর সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী ও সাধারণ সম্পাদক মাওলানা আবু ছালেহ ছাদী সরকারের কাছে দাবী করে বলেন যে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সন্ত্রাসী খুনীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়লে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
পরিশেষে শহীদগণের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।