নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে এক ব্যবসায়ীর বাসায় দু:সাহসিক চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় ব্যবসায়ী মোশাহিদ মিয়ার ভাড়া বাসা ওসমানী রোডের রতœা ভিলায় চুরির ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে মোশাহিদ মিয়ার বাসার পিছনের গেইটের দরজা ভেঙ্গে একদল চোর ঘরে প্রবেশ করে নগদ ১৮ হাজার টাকা দেড়ভরি স্বর্ণালঙ্কার, এলিডি টিভিসহ দামী আসবাবপত্র নিয়ে যায় চোরেরা। সকালে মোশাহিদ মিয়া ঘুম থেকে উঠলে বিষয়টি জানাজানি হয়। শহরে এ ধরণের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।