নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলের হেলাল আহমেদ ও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার হাসনাবাদ টিলাবাড়ি গ্রামের হেলাল আহমেদ এ মামলা দায়ের করেন।
জানা যায়, হেলালের বোন রাজমিনা আক্তারকে যৌতুকের জন্য মারপিট করলে হবিগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। ওই মামলায় আসামী শামীমের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হয়। এসআই সোহেল মাহমুদ শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে আদালতে রিকল দেখালে তাকে ছেড়ে দেয়া হয়। আসামী শামীম ও নারিকেলতলা গ্রামের সাঈদ আহমদ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ ধরণের সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এব্যাপারে হেলাল আহমেদ উল্লেখিতদের আসামী করে বাহুবল থানায় মামলা দায়ের করে।