আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অপরুপা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন রোববার ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ দিন সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন সোমবার বিকেলে পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার। ক্রীড়া শিক্ষক মোঃ জামিল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মিল হক, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সমাজ সেবক জসীম উদ্দিন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক মুজিবুর রহমান বাহার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।