মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামে জীবন মিয়া (১৬) নামে ১০ শ্রেনীর এক স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে। মঙ্গলবার রাত পনে ৮টায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই কামরুল হাসান ভূইয়া লাশ উদ্ধার করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে জীবন মিয়া তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯ম শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনের বাবাকে স্কুলে ডেকে এসে ছেলের ফলাফল খারাপ হওয়ার কথা জানান। ফলে আব্দুল গনি বাড়ীতে গিয়ে ছেলেকে বকাঝকা করেন এবং নিয়মিত স্কুলে এবং লেখাপড়া করার জন্য বলে। এতে জীবন মিয়া মঙ্গলবার রাতে বিষপান করে মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান ভূইয়া লাশ উদ্ধার করেছেন। পুলিশ জানান-বুধবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে।