স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামে জনৈক এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, অভিযোগ দায়েরের পর থেকেই লম্পটরা আত্মগোপন করেছে। যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্ঠি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের দিদার হোসেন জনৈক যুবতী কন্যা বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্র“য়ারী ভোরে দিদার হোসেনের বাড়িতে কৌশলে প্রবেশ করে একই এলাকার মিজান মিয়া, ফজল হক, আশ্রব উল্লাহ ও হাবিব উল্লাহ। পরে মিজান ও ফজল দিদারের কন্যাকে জোরপুর্বক পালক্রমে ধর্ষণ করে। এ সময় ওই যুবতীর মা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হসপাতালে নিয়ে আসে। যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্ঠি হয়। চুনারুঘাট থানার (ওসি) আজমিরুজ্জামান ধর্ষণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।