স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুরে পাওনাদারের লাঠির আঘাতে কাছম আলী (৫০) নামের এক ব্যবসায়ীর দাঁত ভেঙ্গে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের মৃত মিন্নত আলীর পুত্র। আহত সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল আজিজের পুত্র আওয়াল মাছ ব্যবসায়ী কাছম আলীর নিকট টাকা পেত। সম্প্রতি কাছম আলী টাকা ফেরত দিয়ে দেয়। গতকাল মঙ্গলবার বিকেলে আওয়াল-কাছম আলীর নিকট পাওনা টাকা চায়। এ সময় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আওয়াল কাছম আলীকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তার দুইটি দাঁত ভেঙ্গে যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে সদর হাসপাতালে ছুটে যান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা। তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানান।