স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের আলোচিত মাদক ব্যবসায়ী রুকসানা (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে নোয়াপাড়া এলাকার ভেঙ্গাডুবা গ্রামের শাহজাহানের স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে মাদক মামলায় সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি মাধবপুর থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় রুকসানা ও তার স্বামী পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।