কাউসার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল সংবাদদাতা ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ঢাকাগামী উপবন ট্রেন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এদিকে এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহ¯্রাধিক যাত্রী। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে এনে শায়েস্তাগঞ্জ পৌছে দিলে সেখান থেকে প্রাইভেট গাড়ি যোগে ঢাকার উদ্দেশ্যে তিনি রওয়ানা হন বলে জানান শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: আশেকুল হক।
বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে ষ্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙ্গে লাইনের পয়েন্ট এন্ড ক্রসিং এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙ্গে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেলের বগিগুলো (কম্পার্টমেন্ট) রেল সড়কের পাথরে আটকে যায়। এ সময় রেল লাইন দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে এবং কাঠের স্লিপারগুলো ভেঙ্গে চুরমার হয়ে পড়ে।
উপবন ট্রেনের যাত্রী মাও. আব্দুল্লাহ মাহমুদ জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে। এ সময় যাত্রীদের আর্ত চিৎকারে এক ভীতিকর পরিস্থিতির অবতারণা হয়। এ সময় স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের সহযোগিতা করেন।
একই ট্রেনের আরেকজন যাত্রী জীবনবীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাত একটার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেন লাইনচ্যুত হতে থাকে। তবে ট্রেন স্বল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কলেজের শিক্ষক শিমুল বর্ধন জানান, ট্রেন লাইনচ্যুতের খবর পেয়ে তিনিসহ স্থানীয় জনগণ যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন। যাত্রীদের পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন উপস্থিত এলাকাবাসীরা।
এছাড়া, যাত্রীদের নিরাপত্তা ও উদ্ধারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশ, র্যাব-৯, বিজিবি, ফায়ার সার্ভিস ঘটনার কিছুক্ষণের মধ্যে পৌঁছায় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উদ্ধার কাজের জন্য রাত ৪টায় কুলাউড়া থেকে টুলসবাহী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। অপর দিকে আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে বলে জানান, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান। রেলওয়ের প্রকৌশল বিভাগ গতকাল শুক্রবার সকাল ৬টায় আখাউড়া ও কুলাউড়া থেকে আসা টুলবাহী ট্রেন উদ্ধার কাজ শুরু করে। তবে রেল চলাচল স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলেও জানান তিনি।
সাতগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. তৌফিক উদ্দিন জানান, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা কুলাউড়া স্টেশনে, ঢাকা থেকে সিলেটগামী পারাবত ভৈরবে, ঢাকা থেকৈ সিলেটগামী উপবন আপ ট্রেন শায়েস্তাগঞ্জে, চট্টগ্রাম থেকে জালালাবাদ মেইল শাহজিবাজার, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন আখাউড়াতে আটকা পড়েছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা বিপাকে পড়েন।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুরে স্থানীয় সংসদ সদস্য ড.মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা প্রশাসক ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক গাউসুল মুনীর সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা মো. শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সর্বশেষ, গতকাল শুক্রবার বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতগাঁও স্টেশনের ষ্টেশন মাস্টার মো, তফিজউদ্দিন জানান, লাইনচ্যুত ১১ টি বগি লাইনে তোলা হয়েছে। এখন থেকে এ রুটে ট্রেন চলাচল করতে আর অসুবিধা নেই।