ষ্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে হবিগঞ্জ ও লাখাইয়ে ৭ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ও জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সমর্থনে ভাদৈ গ্রামে জনসভায় নির্বাচনী প্রচারনা চলানোর সময় ৫ হাজার টাকা জরিমানা। এদিকে শায়েস্তাগঞ্জের বিরামচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তানবির হাসান জুয়েলের এক সমর্থক মোটর সাইকেলে পোষ্টার লাগিয়ে প্রচারনা চালানোর সময় ৫শ টাকা জরিমানা, ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন ওসমানের পক্ষে দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগে ৫’শ টাকা জরিমানা করা হয়। এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হাসান রোমান লাখাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা কালে দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগে চেয়ারম্যান প্রার্থী অমরেন্দ্র লাল রায়কে ৫’শ টাকা জরিমানা, একই অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুছকে ৫’শ টাকা ও একই অভিযোগে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মোল্লাকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা নির্বাচনী কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপর দিকে
হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের এক সমর্থককে নির্বাচন আচরণ বিধি লংঘনের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গারপুল এলকায় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বেলালের সমর্থক ভাদৈ গ্রামের আব্দুর রাজ্জাক নির্বচনী প্রচারণার প্রস্তুতি নেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে আব্দুর রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের হাজতবাসের আদেশ দেন। তাৎক্ষণিক ৫ হাজার টাকা পরিশোধ করে হাজত বাস থেকে মুক্তি পান আব্দুর রজ্জাক।