নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ হাফিজুর রহমান চৌধুরী (৪৮) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত আঃ নুর চেধুরীর পুত্র। গতকাল শুক্রবার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ওমর ফারুক ও এ এসআই সুহেল দেব এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধ্যসমত এলাকা থেকে গ্রেফতার করেন। এসআই ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জানান, ধৃত হাফিজের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।