স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার জুয়াড়ি সুরুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। একদিন আটক থাকার পর রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আটকরা হল ছায়েদ মিয়া ও আব্দুল জলিল। বুধবার গভীররাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় জুয়াড়ি চক্রের হোতা সুরুজ আলী পালিয়ে যায়। এদিকে ২৪ ঘন্টা আটক থাকার পর গত বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশ ছায়েদ মিয়া ও জলিলকে মুচলেকা রেখে ছেড়ে দেয়। এ ব্যাপারে ডিবি পুলিশ জানায়, সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। জুয়ার সাথে সংশ্লিষ্টতা না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়।