স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা মাদক ব্যবসায়ীর নাম সুমন মিয়া (৩৫)। তিনি আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর নয়াবাড়ি এলাকার আজম মিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১০পিস। গত বৃহস্পতিার সন্ধ্যায় লঞ্চঘাট এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সুমন মিয়া উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ আজমিরীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার বিভিন্ন মাদকসেবীদের নিকট ইয়াবা বিক্রি করে আসছিল।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।