মহান একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীবৃন্দ। ভোর ৬:৩০ মিনিটে বৃন্দাবন সরকারি কলেজে অবস্থিত হবিগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে সকাল ৯:৩০ মিনিটে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট চব্বিশটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মনীষ চাকমা। এর পরপরই বিদ্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে দেয়াল পত্রিকায় অংশগ্রহণকারী শ্রেণি সমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।