স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর শাহপরান মাদ্রাসার নিকট আলা উদ্দিন মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সদর থানার এসআই রুহুল আমিন জানান, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।