অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার কুটিরগাঁও গ্রামের ফুরুক মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে খড়ের ফেইন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষাপেল বসতবাড়ি ও বাড়ির লোকজন। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য তাহার ছোট ছেলে খড় দিয়ে ধোঁয়া দেয়। এ সময় আগুন ছিটকে গোয়াল ঘরের পাশের খড়ের ফেইনে লেগে যায়। সাথে সাথে আগুন ছড়িয়ে পরে সবগুলো খড়ের ফেইনে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আস্তে আস্তে আগুন বাড়তে থাকে পরে লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন ও একদল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন জানান, এই অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।