নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী দেশের কল্যাণে ব্যাপক উন্নয়ন সম্পন্ন করেছেন। দেশের এমন কোন গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিদ্যুতের আলোকিত হচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল। বিদ্যুৎসহ সকলক্ষেত্রে আরো নতুন নতুন বিভিন্ন উন্নয়নপ্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। যেগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নয়নের আরেকটি নতুন মাত্রায় স্থান পাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে জাতির চেতনাকে নসাৎ করেও বাঙ্গালি জাতির অগ্রগতিকে দমিয়ে রাখতে পারেনি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশ এখন আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন দেশকে পেছনে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসী আয়োজিত উন্মুক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড মেম্বার জাকারীয়া চৌধুরী এর সভাপতিত্বে ও মোস্তাক আহমদ খিজির এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ ও আব্দুল মালিক, ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ওলিউর রহমান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্যামল চন্দ পাল, সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হাছান লিটন, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।