স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাঁধার অভিযোগে দায়েরকৃত মামলায় বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদসহ বিএনপির ১৪ নেতা জামিন পেয়েছেন। রোববার হাইকোর্ট থেকে তারা জামিন পান। জামিন লাভকারী নেতৃবৃন্দ হলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল, মহিবুর রহমান বাবলু, মোঃ খালেদ মিয়া, ওয়ারিশ উদ্দিন খানসহ ১৪ জন।
উল্লেখ্য, ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাঁধার অভিযোগে গত ৮ ফেব্র“য়ারি রাতে পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির অজ্ঞাত আড়াই’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতাকর্মী জেলহাজতে রয়েছেন।